Disneyland 1972 Love the old s

ﺑِﺴْﻤِﺎﻟﻠّٰﻬِﺎﻟﺮَّﺣْﻤٰﻨِﺎﻟﺮَّﺣِﻴْﻢِ


SHAHJIBAZAR™


05:01
18/05/24




লিখতে হবে হাজারো
উপন্যাসের পাতা,
তবুও পুরাবে না
হৃদয়ের কথা।
কোন কলমে লিখব আমি,
আমার মনের ব্যথা।
জন্ম থেকে জীবন আমার,
দুঃখ দিয়ে গাথা।




ফুল দিয়ে প্রেম হয়,
পাতা দিয়ে নয়।
মেঘ দিয়ে বৃষ্টি হয়,
আকাশ দিয়ে নয়।
চাঁদ দিয়ে জোসনা হয়,
তাঁরা দিয়ে নয়।
মন দিয়ে মন পাওয়া যায়,
টাকা দিয়ে নয়।




হাসি সুন্দর হাসতে জানলে,
কথা সুন্দর বলতে জানলে।
মন সুন্দর খুশি থাকলে,
আর জীবন সুন্দর
ভালো একজন বন্ধু থাকলে।




ফুল হয়ে আছো তুমি
হৃদয়ের বাগানে,
বন্ধু হয়ে থেকো তুমি
মনের মাজারে।
কখনও যেও নাগো
চোখের আড়ালে,
মরে যাবো আমি
তোমাকে হারালে।




একসময় আমি মনে করতাম
ভুলে যাওয়া খুব কঠিন।
কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে
আজ আমি বলছি,
ভুলে যাওয়া নয়,
একজন মানুষকে চেনা খুব কঠিন।




কষ্টের পাহাড় আমার বুকে,
ঝরণা ঝরে দুচোখ জুড়ে।
দুঃখ আমার অন্তর জুড়ে,
সুখ যে নেই মনের নীড়ে।
কেউ বুঝে না আমার ব্যথা,
আমি যে বড় একা।




ভালোবাসার সাগরে
বসে আছি একা,
মনের মানুষ আসবে বলে
মন রেখেছি ফাঁকা।
হৃদয়ের গহীন বনে
তার ছবি আঁকা,
কপালে কি আছে লিখা
পাবো কি তার দেখা।




জীবনে
অনেক 'কিন্তুর'
মানে পাবে না।
অনেক 'আশা'
পূর্ণতা পাবে না।
অনেক 'প্রশ্নের'
উত্তর মিলবে না।
অনেক 'সাফল্যে'
কাছের মানুষ হাসবে না।
অনেক 'দুঃখে'
কেউ সাহস দেবে না।
সুখের কথায়
হিংসা করবে,
দুঃখের কথায়
সুযোগ খুঁজবে।




আমি যখন তোমার নাম
মাটিতে লিখলাম,
বৃষ্টিতে ভিজে গেল।
আকাশে লিখলাম,
মেঘে ঢেকে গেল।
কিন্তু
যখনই হৃদয়ে লিখলাম,
ঠিক
তখনই তুমি আমায়
ভুলে গেলে।




আমি ফাগুনের কাছে,
ফুল চাইনি।
জীবনের কাছে,
প্রেম চাইনি।
রাতের কাছে,
স্বপ্ন চাইনি।
জীবনে মরণে,
আমি শুধু তোমার মত,
একজন বন্ধু চেয়েছিলাম।




•••••Home»»›



Our Facebook page♥

Like Us On Facebook
©Powered By↓BDResult



© BDResult.wap.sh(2013-2014)