একসময় আমি মনে করতাম
ভুলে যাওয়া খুব কঠিন।
কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে
আজ আমি বলছি,
ভুলে যাওয়া নয়,
একজন মানুষকে চেনা খুব কঠিন।
কষ্টের পাহাড় আমার বুকে,
ঝরণা ঝরে দুচোখ জুড়ে।
দুঃখ আমার অন্তর জুড়ে,
সুখ যে নেই মনের নীড়ে।
কেউ বুঝে না আমার ব্যথা,
আমি যে বড় একা।
ভালোবাসার সাগরে
বসে আছি একা,
মনের মানুষ আসবে বলে
মন রেখেছি ফাঁকা।
হৃদয়ের গহীন বনে
তার ছবি আঁকা,
কপালে কি আছে লিখা
পাবো কি তার দেখা।
জীবনে
অনেক 'কিন্তুর'
মানে পাবে না।
অনেক 'আশা'
পূর্ণতা পাবে না।
অনেক 'প্রশ্নের'
উত্তর মিলবে না।
অনেক 'সাফল্যে'
কাছের মানুষ হাসবে না।
অনেক 'দুঃখে'
কেউ সাহস দেবে না।
সুখের কথায়
হিংসা করবে,
দুঃখের কথায়
সুযোগ খুঁজবে।
আমি যখন তোমার নাম
মাটিতে লিখলাম,
বৃষ্টিতে ভিজে গেল।
আকাশে লিখলাম,
মেঘে ঢেকে গেল।
কিন্তু
যখনই হৃদয়ে লিখলাম,
ঠিক
তখনই তুমি আমায়
ভুলে গেলে।
আমি ফাগুনের কাছে,
ফুল চাইনি।
জীবনের কাছে,
প্রেম চাইনি।
রাতের কাছে,
স্বপ্ন চাইনি।
জীবনে মরণে,
আমি শুধু তোমার মত,
একজন বন্ধু চেয়েছিলাম।